প্রকাশ : ৫ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

আইপিএলে বিসিসিআইয়ের নতুন বিধিমালা: খেলোয়াড়দের জন্য কঠোর নিয়মের যাত্রা!

প্রকাশ : ৫ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম

অনলাইন সংস্করণ

👁 10 views

আইপিএল ২০২৫-এ নতুন শৃঙ্খলা ও নিয়ম চালু করল বিসিসিআই! নতুন বিধিমালা অনুযায়ী খেলোয়াড়রা যে কোনো ম্যাচ এড়াতে পারবেন না, সফরের সময় লাগেজের ওজনও সীমাবদ্ধ থাকবে, আর খেলোয়াড়দের পরিবারের সদস্যরা দলের সঙ্গে সফর করতে পারবেন না। ম্যাচের দিন এবং অনুশীলনের সময়েও থাকছে একাধিক নতুন নিয়ম।

অনুশীলনের দিনে নতুন নিয়ম:
দুইটি নেট এবং একটি সাইড উইকেট বরাদ্দ থাকবে দলগুলোর জন্য।
উন্মুক্ত নেট ব্যবহার করতে পারবেন না কোনো দল।
অনুশীলন শেষ হলে পরবর্তী দলকে পিচ ব্যবহারের অনুমতি থাকবে না।
ম্যাচের দিন কোনো অনুশীলন সুযোগ থাকবে না।
ফিটনেস টেস্ট নেওয়া যাবে না ম্যাচের দিন।
অনুশীলনের সময় ফ্যামিলি ও বন্ধুদের জন্য মাঠে প্রবেশ নিষিদ্ধ—তারা দেখতে পারবেন হসপিটালিটি বক্স থেকে।
খেলোয়াড়দের টিম বাসে করে অনুশীলনে যেতে হবে।
ম্যাচের দিনে নতুন নিয়ম:
অ্যাক্রিডিটেশন কার্ড সঙ্গে রাখতে হবে স্টাফদের, ভুল হলে সতর্কীকরণ এবং পরবর্তীবার আর্থিক জরিমানা।
এলইডি বোর্ডে বল মাড়ানোর বিষয়ে সতর্ক করা হয়েছে দলগুলোকে।
সাপোর্ট স্টাফদের এলইডি বোর্ডের সামনে বসতে নিষেধ।
খেলোয়াড়দের পরতে হবে কমলা ও বেগুনি ক্যাপ, না পরলে সতর্কীকরণ এবং জরিমানা।
ম্যাচ শেষে চপ্পল ও হাতাকাটা জার্সি পরা যাবে না— অর্থদণ্ড অপেক্ষা করছে।
শৃঙ্খলার জগতে নতুন যুগ! আইপিএল ২০২৫-এ বিসিসিআই এর কঠোর নিয়মগুলো মাঠে ক্রিকেটের পেশাদারিত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments