প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে : তারেক রহমান

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

👁 7 views

আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে : তারেক রহমান


খন্দকার সাইফুল, নড়াইল প্রতিনিধি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল সংকটে বিএনপি ছিল। তাই, মানুষ এখনও বিএনপির উপর আস্থা রেখেছে। একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আর একদল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু, বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিলো। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল চিত্রা রিসোর্টে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মশালার দ্বিতীয়ার্ধ সন্ধ্যা ৫টা ২০ মিনিটে বক্তব্য দেন তারেক রহমান।

এসময় তারেক রহমান আরও বলেন, বিএনপি পজিটিভ পরিবর্তন করতে চায়। এটার জন্য জাদু বা ম্যাজিক নয়, মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির সকল নেতাকর্মীকে এজন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু, মানুষের আত্মা ধরে রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের। বিগত ১৬ বছর যে জুলুম নিপীড়ন হয়েছে তার প্রতিশোধ হবে ৩১ দফার বাস্তবায়ন। যে অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিশোধ সফল হবে।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments