প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ৮:১৬ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

আজ থেকে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ৮:১৬ এএম

অনলাইন সংস্করণ

👁 4 views

গাজী আরমানঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এবার ট্রেনের অগ্রিম টিকিটের পুরো প্রক্রিয়া অনলাইনে অনুষ্ঠিত হবে এবং টিকিট বিক্রি কার্যক্রম চলবে এক সপ্তাহ পর্যন্ত।

এখন থেকে শুরু করে ১৪ মার্চ যারা টিকিট ক্রয় করবেন, তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া, অন্যান্য দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি হবে একাধিক তারিখে। যেমন, ১৫ মার্চ থেকে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ থেকে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ থেকে ২৭ মার্চের টিকিট ইত্যাদি। ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিটও চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে।

এ বছর ঈদযাত্রায় প্রতিদিন ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল থেকে সকাল ৮টা এবং দুপুর ২টায় টিকিট ইস্যু করা হবে। তবে, ঈদযাত্রার বিশেষ ট্রেন সংখ্যা এবার কমানো হয়েছে। বিগত বছরের ৮-১০ জোড়া বিশেষ ট্রেনের পরিবর্তে এবার মাত্র ৫ জোড়া ট্রেন চালানো হবে।

এই বিশেষ ট্রেনগুলো হলো:

  • চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুটি ট্রেন (চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২)
  • ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে একটি ট্রেন (দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪)
  • ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে একটি ট্রেন (শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬)
  • ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে একটি ট্রেন (শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮)
  • জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে একটি ট্রেন (পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০)

ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে ৪৪টি নতুন যাত্রীবাহী কোচ ও ১৯টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনা করেছে। বিশেষ করে মিটারগেজ এবং ব্রডগেজ লোকোমোটিভসহ এসব যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে চাহিদা পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments