আসন্ন ঈদে যদি কোনো লঞ্চ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়, তাহলে *সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে* বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন *নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। পাশাপাশি **নির্ধারিত গতির চেয়ে বেশি লঞ্চ চালানো ও অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিষিদ্ধ* করা হয়েছে।
### *যাত্রীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা*
বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে *প্রতিটি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য* মোতায়েন থাকবে। কোনো লঞ্চ *সিরিয়াল ভাঙতে পারবে না, আর **অতিরিক্ত ভাড়া আদায় করলে সরাসরি লাইসেন্স বাতিল* করা হবে।
### *লঞ্চ মালিকদের জন্য কড়া নির্দেশনা*
– *ভাড়ার চার্ট বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।*
– *১৫ রমজান থেকে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।*
– *নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অতিরিক্ত যাত্রী তোলার বিরুদ্ধে কঠোর নজরদারি চালাবে।*
– *লঞ্চের যথাযথ ফিটনেস নিশ্চিত করতে হবে, না হলে চলতে দেওয়া হবে না।*
### *সদরঘাটে বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ ব্যবস্থা*
ঈদযাত্রায় সদরঘাটের বিশৃঙ্খলা এড়াতে *১৫ রোজা থেকে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। কোথাও **বাস দাঁড় করিয়ে রাখা যাবে না* বলে জানান উপদেষ্টা।
### *নিজেই তদারকিতে নামছেন উপদেষ্টা*
সাখাওয়াত হোসেন বলেন, *”জনগণের দুর্ভোগ আমি নিজে দেখবো। পুরো বিষয়টি সরাসরি তদারকি করব এবং সদরঘাটে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”*
সরকারের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে লঞ্চযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।