প্রকাশ : ৯ মার্চ ২০২৫, ৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশ : ৯ মার্চ ২০২৫, ৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

👁 6 views

বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যারা ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মার্চ মাসের বেতন আগেই দেয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, তারা নিশ্চিন্তভাবে ঈদ উৎসব আয়োজন করতে পারবেন। এতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সবাই উপকৃত হবেন। এটি একটি পরিকল্পিত পদক্ষেপ যা ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা সরবরাহের জন্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতা ও অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments