প্রকাশ : ৩ মার্চ ২০২৫, ৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

এক যুগ পর বিয়ের ছবি প্রকাশ করলেন হিল্লোল-নওশীন

প্রকাশ : ৩ মার্চ ২০২৫, ৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

👁 16 views

মেহেজাদ মুনিয়াঃ- বাংলা টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং অভিনেত্রী নওশীন নাহরীন মৌ ১২ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন। তবে প্রথম দিকে তারা তাদের বিয়ে স্বীকার করেননি এবং বিয়ের দিনের ছবি প্রকাশ করেননি।

এ বছরের ১ মার্চ ছিল তাদের ১২তম বিবাহ বার্ষিকী। ওই দিনই দীর্ঘ ১২ বছর পর বিয়ের দিনের একটি ছবি প্রকাশ করেন হিল্লোল। ফেসবুকে ছবিটি শেয়ার করে তিনি লেখেন, “মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে করলাম। সত্যি বলতে, ১২ বছর কোথায় চলে গেল, জানিই না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর জীবনের বাকিটা সময় আমার শক্তি হয়ে পাশে থাকো।”

একই দিনে, নওশীনও তাদের বিয়েবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একটি পুরনো ছবি শেয়ার করেন। তিনি লেখেন, “আমাদের একসাথে যত ছবিই থাকুক না কেন, আমার কাছে এটিই সবচেয়ে মূল্যবান। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা আমার স্বামী।” এছাড়া তিনি আরও লেখেন, “এই দিনে তুমি প্রমাণ করেই দিলে যে, আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও, তোমার এমন অসাধারণ ব্যক্তিত্ব আমার খুব প্রিয়। তোমার সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যাকে আমি আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।”

বর্তমানে, হিল্লোল ও নওশীন স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

আদনান ফারুক হিল্লোল নাটক ও সিনেমার পাশাপাশি ২০১৭ সাল থেকে খাবার তৈরি নিয়ে কাজ করছেন এবং ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও শেয়ার করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments