বলিউডের দুই তারকা, লেখক-গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী কঙ্গনা রনৌতের পাঁচ বছর ধরে চলা আইনি দ্বন্দ্ব অবশেষে মিটে গেছে। ২০২০ সালে কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আদালতে এই আলোচনা শেষ করে, কঙ্গনা এবং জাভেদ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন, যা তাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে নিজেদের আইনজীবীদের সঙ্গে উপস্থিত হয়ে, দুই তারকা আলোচনার মাধ্যমে মামলা নিষ্পত্তি করেন। কঙ্গনা এই বিষয়ে বলেন, “জাভেদজি ভীষণ দয়ালু এবং প্রাণবন্ত। তিনি আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।”
এই মামলার সূত্রপাত ২০২০ সালে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা বলেছিলেন যে সুশান্ত ‘নেপোটিজম’-এর শিকার এবং জাভেদ আখতার এর জন্য দায়ী। এর পরই জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। আদালত কঙ্গনাকে বারবার শুনানিতে উপস্থিত থাকার জন্য তাগিদ দিয়েছিলেন, কিন্তু তিনি হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এক মাস পর কঙ্গনা নিজেই জানালেন যে, তারা আইনি লড়াই মিটিয়ে ফেলেছেন।