- দেবলীনার মনখারাপ জন্মদিনের প্রাক্কালে: “কারও সঙ্গে যদি জড়াতে পারতাম!
নিজস্ব প্রতিবেদন
প্রকাশকাল: ১৯ এপ্রিল ২০২৫
টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত তাঁর জন্মদিনের ঠিক আগেই শেয়ার করলেন মনের খোলা পাতার কিছু গভীর অনুভূতি। প্রেম, একাকীত্ব এবং পেশাগত জীবন—সব মিলিয়ে এক টুকরো জীবনের কথা জানালেন তিনি, যা নাড়া দিয়েছে অনেক অনুরাগীর হৃদয়কে।
অভিনেত্রীর প্রকৃত জন্মদিন ২২ এপ্রিল হলেও, উইকিপিডিয়া ও গুগলের বিভ্রান্তিকর তথ্যের জন্য আগেভাগেই শুভেচ্ছার ঢল নেমেছে। ১৮ এপ্রিল থেকেই তাঁকে ফোনে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন পরিচিতজনেরা। সবাই ভেবেছেন, জন্মদিন উপলক্ষে তিনি হয়তো বেড়াতে গিয়েছেন, যেমনটা করেন প্রতি বছর। কিন্তু এ বছর ছবিটা একটু আলাদা।
“কাজের জন্য বাইরে ছিলাম ঠিকই, কিন্তু তা বেড়াতে নয়। গত অগস্ট থেকে মার্চ পর্যন্ত অনেক কাজ বাতিল হয়েছে। তাই আর শুটিং বাদ দিয়ে ছুটি কাটানোর অবকাশ নেই,” জানালেন দেবলীনা। পাশাপাশি শারীরিক অবস্থাও একেবারে ভালো নয়। ঠান্ডা লেগে জ্বর, এখন পুরোপুরি বিশ্রামে।
তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি। তিনি বললেন, “আমি এখনও একা। আগের সম্পর্ক থেকে পুরোপুরি বেরোতে পারিনি। সেই প্রেম আজও আমায় ঘিরে রেখেছে। তাই নতুন করে কাউকে জায়গা দেওয়ার মতো জায়গা তৈরি হয়নি।”
তবু মাঝে মাঝে মনটা চায়, কেউ একজন পাশে থাকুক। দেবলীনা জানালেন, “মনের গভীরে একটা বাসনা কাজ করে—যদি কারও সঙ্গে জড়াতে পারতাম! চাইছি মন থেকে, কারও আসুক জীবনে। সত্যিই খুব খুশি হতাম।”
তাঁর মতে, টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রায়শই তাঁর নাম জড়িয়ে দেওয়া হয় নানা জনের সঙ্গে। সেই সব কচকচানিতে তিনি ক্লান্ত। তবু সোশ্যাল মিডিয়ায় এখনো তাঁর স্ট্যাটাস ‘সিঙ্গল’ বলেই স্পষ্ট জানিয়ে দেন অভিনেত্রী।
তবে এই জন্মদিনে অন্যরকম এক উপলব্ধি করছেন তিনি—“অনেক দিন পরে জন্মদিনে শহরে থাকছি। তাও তো একটা প্রাপ্তি।” অসুস্থ শরীর, কাজের চাপ, আর একাকীত্বের মাঝেও নিজের শক্তিকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন দেবলীনা।
জীবনের এই টানাপোড়েনে ভরা মুহূর্তে দেবলীনার কথা যেন আরও একবার মনে করিয়ে দেয়, রূপালি পর্দার নেপথ্যেও রয়েছে রক্ত-মাংসের মানুষ, যাঁর হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে অনেক না বলা কথা।