সম্প্রতি মুক্তি পেয়েছে কুহক ব্যান্ডের নতুন গান ‘জলপরী শ্লোক’, যা আধ্যাত্মিকতা ও জীবনদর্শনের এক অনবদ্য সংমিশ্রণ। ইমনের সুর, কথা এবং কণ্ঠে গাওয়া এই গানটি মানুষের জীবনের অপ্রাপ্তি, খোঁজা ও চাওয়ার গল্প বলছে। গানের প্রথম দুই লাইনেই উঠে এসেছে, “ঝিঁঝি টানা গান গায়, কাঁদে নার্সিসাস, বুকে নীল পাখি হায়, থাকে না আকাশ”, যা জীবনের খোঁজ ও স্মৃতির মায়া প্রকাশ করে।
ইমন বলেন, “মানুষ সারা জীবন কিছু না কিছু খুঁজে চলে, শৈশবের স্মৃতি বা জীবনের সেরা মুহূর্তগুলো। এই গান তারই প্রতিফলন।” গানের মধ্যে জীবনের চাওয়া-পাওয়ার মূল চিত্রই ফুটে উঠেছে। কলেজ জীবনে গানের প্রতি ভালোবাসা থেকে শুরু করা ইমন জানালেন, “গীতিকাব্য দিয়ে গানে ফেরার ভাবনা থেকেই ‘জলপরী শ্লোক’ এসেছে।”
গানের দল কুহক নিয়ে তিনি জানান, “কুহক” অর্থ মায়া—জগতের মায়া ও শূন্যতা আড়াল করে আনন্দের বার্তা দিতে কুহক গান গেয়ে যাবে। এছাড়াও ব্যান্ডের সদস্যরা হলেন গিটারিস্ট সামু বড়ুয়া, অ্যাকোর্ডিয়ান মুর্তজা, এবং সংগীতায়োজক পুলক বড়ুয়া।
এ পর্যন্ত প্রকাশিত তাঁর ‘সক্রেটিস’, ‘আকাশ’, ‘একা’ সহ অনেক গান শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। ভবিষ্যতে তিনি সমাজ ও মানুষের সমস্যার কথা নিয়ে আরও গান করার পরিকল্পনা করছেন।