গজারিয়ায় এপিআই শিল্প পার্কের পাশে ময়লার স্তূপে আগুন
মোয়াজ্জেম হোসেন জুয়েল,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।
মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্প পার্কের পাশে একটি ময়লার স্তূপে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় গড়ে উঠা এপিআই শিল্প পার্কের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে ময়লার স্তূপে আগুন লাগে।খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে পৌঁছে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোন হতাহত নেই বলে জানান তিনি।