গজারিয়ায় প্রতিপক্ষের মারধরে মধ্যবয়সী এক নারী আহত
গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জের ধরে রাহিমা বেগম (৫০) নামে এক মধ্যবয়সী নারী’কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের
লোকজন।আহত রাহিমা বেগম উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামের আতাউর রহমানের সহধর্মিণী। আজ সোমবার বিকাল ৩টার দিকে চর বলাকি নদীর ঘাটে এঘটনা ঘটে। এঘটনায় উল্লেখিত গ্রামের শুক্কুর, জান্নাত ও রাকিব সহ ৭জনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৩থেকে ৪ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
স্থানীয় ও আহত ব্যক্তি পরিবার সূত্রে জানা যায়, চর বলাকি গ্রামের আতাউর রহমান ও শুক্কুর মিয়ার দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে
বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৩টার দিকে আতাউর রহমানের সহধর্মিণী রাহিমা বেগম নদীর ঘাটে গেলে প্রতিপক্ষ শুক্কুর মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাহিমা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় রাহিমা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তিনি।
আহত রাহিমা বেগম বলেন, বিকাল নদীতে গোসল করতে গেছি। আমাকে একলা পেয়ে শুক্কুর ও তার লোকজন মারধর করে।আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা।
তিনি আরও বলেন,আমার গলায় থাকা ১১ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে জান্নাত৷
এদিকে এ ঘটনা সম্পর্কে জানতে শুক্কুর মিয়া ও জান্নাতের
সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি৷
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, অভিযোগের বিষয়টি আমি এখনো জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।