প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ১২:৩৯ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

গাজা নিয়ে বৈশ্বিক ধর্মঘটে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ১২:৩৯ এএম

অনলাইন সংস্করণ

👁 9 views

ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ — গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী সোমবার, ৭ই এপ্রিল একটি বৈশ্বিক ধর্মঘটে অংশ নিতে যাচ্ছেন। এই ধর্মঘটের অংশ হিসেবে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না গিয়ে ক্লাস, ল্যাব ও একাডেমিক কার্যক্রম বর্জন করবেন।

বিশ্বব্যাপী এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করা, যাদের ওপর চলমান বোমাবর্ষণ, খাদ্য সংকট এবং দমন-পীড়ন চলছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি নৈতিক দায়িত্ব এবং এই অবস্থার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

“একটি জাতিকে যখন নির্মূল করার চেষ্টা চলছে, তখন আমরা নিশ্চুপ থাকতে পারি না,” — এমনই বলেছে বিবৃতিটি।

তারা সবাইকে আহ্বান জানিয়েছে অনলাইন জগৎ ছাড়িয়ে বাস্তব জগতে সংযুক্ত হয়ে প্রতিবাদ, সংগঠন এবং কার্যক্রম গড়ে তুলতে।

এই ধর্মঘটের বার্তা ছড়িয়ে দিতে ব্যবহৃত হচ্ছে হ্যাশট্যাগগুলো — #StrikeForGaze, #projectRafah এবং #StandWithGaze — যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

“যতদিন না গণহত্যা থামে, ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব,” — এমনটাই ঘোষণা করেছেন তারা।

এই আন্দোলনটি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা মানবাধিকার সচেতনতা এবং বৈশ্বিক ন্যায়বিচার চেতনার এক নিদর্শন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments