গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক এবং সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে ১৫ মার্চ শনিবার সকাল ৮টার দিকে মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায়।
নিহতরা হলেন সিএনজি চালক ওবায়দুল এবং কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শালদহপাড়া গ্রামের আব্দুল আলীম (৬৫) ও তার স্ত্রী সুফিয়া (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে রওনা দেয়। কিন্তু নামাশুলাই এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল এবং তার সঙ্গে থাকা দুই যাত্রী নিহত হন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।