চাঁদপুরে মাত্র একদিনের ব্যবধানে তিনটি আলাদা জায়গায় পানিতে ডুবে তিনটি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
একই দিনে তিনটি শিশু হারিয়ে গেল, পরে মিলল পানির নিচে
নিহত শিশুরা হলো—
- সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের তিন বছরের মেয়ে মাইমুনা
- ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের দুই বছরের ছেলে মিরাজ
- হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের দুই বছরের ছেলে জুনায়েদ
মাইমুনা ও জুনায়েদের পরিবার জানায়, বাড়ির পাশে থাকা পুকুরই কাল হয়ে দাঁড়াল। পরিবারের সবাই যখন ঘরের কাজে ব্যস্ত, তখনই হারিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর পানির ওপরে ভেসে ওঠে নিথর দেহ।
মিরাজের ক্ষেত্রেও একই ঘটনা। সকালে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পানির ওপরে তার দেহ ভেসে উঠলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতালে এল তিনটি নিথর দেহ, বাঁচানো গেল না একটিও
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান