চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে বিশেষ ফ্লাইটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ তিনি দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন। সফরকালে শি জিন পিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
### *কেন যাচ্ছেন ড. ইউনূস?*
চীনের হাইনান প্রদেশে ২৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে *বিওএও ফোরাম ফর এশিয়া সম্মেলন*। এতে অংশ নিতেই ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। বাংলাদেশ সরকারের সবুজ সংকেতের পর সফরটি চূড়ান্ত হয়েছে।
### *শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের ইঙ্গিত*
বিশ্ব রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীন-বাংলাদেশ সম্পর্ক। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে, যা কূটনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি করেছে।
### *এর আগেও চীন সফর করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা*
এটি প্রধান উপদেষ্টার প্রথম চীন সফর হলেও, এর আগে জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম দ্বিপাক্ষিক সফরে দেশটিতে গিয়েছিলেন।
ড. ইউনূসের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।