হবিগন্জ প্রতিনিদি: চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি চাঁদপুর হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। রাব্বি আজাদ সরকার হত্যায় প্রধান আসামি, যিনি ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সাহায্যে ঢাকা থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানিয়েছেন, তাকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া, রাব্বি মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুঠপাট মামলারও আসামি। ২০২৩ সালের আগস্ট মাসে এই ঘটনার জন্য রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাও দায়ের করা হয়েছিল।