মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা সহ ব্যান্ডপার্টি নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদকে বরণ করে নিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন। শুক্রবার সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে নৌপথে জাতীয় ও দলীয় পতাকা বহন করে ব্যান্ডপার্টি ও আনন্দ উল্লাস করে তারা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদের বাস ভবনে তার হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ তাইজুল ইসলাম বাদশা নেতৃত্বে নৌ-যান শ্রমিক ছাড়াও সর্বস্থরের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।