দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জামায়াত আমীরের
গাজী আরমানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, “দ্বীনের শিক্ষা সমাজকে আলোকিত করে এবং সমাজে অন্ধকার আসবে যদি দ্বীনের শিক্ষা সংকুচিত হয়।” তিনি এই মন্তব্য করেছেন রাজধানীর মিরপুর–১৪ এর গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত ঢাকা–১৫ আসনের উলামায়ে কেরাম ও ইয়াতিমদের সম্মানে এক ইফতার মাহফিলে।
ডা. শফিকুর রহমান বলেন, “হাদিসে রাসূল (সা.)-এ বর্ণিত হয়েছে, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যিনি নিজে কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।’ আমরা আজ তাদের সাথে মিলিত হতে পেরে গর্ববোধ করছি।” তিনি দেশের আলেম সমাজকে ইসলামের কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য আহবান জানান।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত প্রমুখ।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “দেশে দ্বীনের শিক্ষা যত বেশি সম্প্রসারিত হবে, ততই সমাজ আলোকিত হবে।” তিনি পতিত আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগের ১৬ বছরের শাসনে আলেমদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছে।” তিনি তার নিজের গ্রেফতারের স্মৃতি শেয়ার করে বলেন, “আমাকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছিল, এবং অন্য আলেমদের সঙ্গে হ্যান্ডকাপ ও পায়ে বেড়ি পড়ানো হয়েছিলো।“
তিনি আরও বলেন, “পবিত্র রমযান মাস মাগফেরাত ও গুনাহ মাফের মাস।” তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি রমযান মাস পেলো অথচ তার গোনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক।” তিনি সকল মুসলিমকে রমযান মাসে সিয়াম ও কিয়াম যথাযথভাবে পালন করার আহবান জানান, যাতে তারা পরকালীন মুক্তি লাভ করতে পারে।
ডা. শফিকুর রহমান বলেন, “এদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে নানা ধর্মের মানুষ বসবাস করে। তাদের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য।” তিনি ছাত্র–জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, “তাদের সফল আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশকে এগিয়ে নিতে দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান। তিনি সবশেষে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।