জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় বাস ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীদের মতে, ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস শরিফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উত্তেজিত জনতার প্রতিক্রিয়া ও যানজট
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশের বক্তব্য
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার আহাম্মেদ জানান, সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।