প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

থানার নিরাপত্তা জোরদারে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

অনলাইন সংস্করণ

👁 9 views

থানার নিরাপত্তা জোরদারে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি।


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্মিলিত সমন্বয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান থানা আঙিনায় অবস্থান কর্মসূচি পালন করে করে তারা। থানা আঙিনায় ভিন্ন ভিন্ন মতাদর্শের ও ভিন্ন ভিন্ন দলের এ তরুন নেতাকর্মীদের উপস্থিতি যেন পুলিশই জনতা জনতাই পুলিশ এমন শ্লোগানের বাস্তব উদাহরণ!

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি ইয়ামিন আয়মান, উপজেলা জাতিয় নাগরিক কমিটি’র প্রতিনিধি মারুফ হাসান মন্টি ও গনঅধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ রাসেল হাসান। বক্তারা সিরাজদিখান থানা ও পুলিশের উপর হামলা চালিয়ে ভাংচুর করে সরকারি স্থাপনার ক্ষতি সাধারণ তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ সময় দল সমূহের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি রাতুল হাসান শান্ত,জুয়েল শেখ, রাব্বি ভূইয়া, মোঃ নাজমুল,নাইমুজ্জামান নয়ন, মো: আনিসসহ আরো অনেকে। উল্লেখ্য, অটোচালক ও ছাত্র রোমান হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও তাদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি শেষে বুধবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) কার্যালয়ে ছাত্রজণতার ব্যনারে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশে পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে মর্মে পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments