আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে বাংলাদেশের সব পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করা হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত ৫ আগস্টের পর যেসব পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছিল, সেগুলোর সবগুলো বন্ধ করা হবে। তার মতে, পর্নোগ্রাফি ও ধর্ষণের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পদক্ষেপের মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা এবং নৈতিক মূল্যবোধ সুরক্ষিত রাখতে চাচ্ছে বলে জানান তিনি।