প্রকাশ : ৭ মার্চ ২০২৫, ৩:১৮ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দোহারে জমি দখলকে কেন্দ্র করে হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ৭ মার্চ ২০২৫, ৩:১৮ পিএম

অনলাইন সংস্করণ

👁 5 views

দোহারের সুতারপাড়া ইউনিয়নের মুন্সীকান্দা মৌজায় জমি দখলকে কেন্দ্র করে গতকাল রাতে শেখ চুন্নু মিয়ার বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পরিবারকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে এবং আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রব মোল্লা প্রায় ৩০ বছর ধরে ১২ শতাংশ খাসজমি দখল করে আসছিলেন। গত বছর শেখ চুন্নু মিয়াসহ ৯ জন বাদী হয়ে জমি দখলমুক্ত করতে রিট করেন, যার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন জমি দখলমুক্ত করে। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে আবদুল কামাল, আবু কালাম, রাহিম, সুমন মোল্লা, রিফাত, আসলামসহ ২০-২৫ জনের একটি দল হামলা চালায়।

ভুক্তভোগী শেখ চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন বলেন, হামলাকারীরা ঘরের আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় তিনি আবদুর রব মোল্লাসহ ১১ জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত আবদুল কামালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর স্ত্রী ফারজানা আক্তার বলেন, ‘কামাল এসব করেনি। তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে মামলার ষড়যন্ত্র করছে।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments