প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:১৯ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

নরসিংদীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ১৫ মার্চ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:১৯ এএম

অনলাইন সংস্করণ

👁 7 views

আগামী ১৫ মার্চ, শনিবার, নরসিংদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ৬-১১ মাস এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর নরসিংদী জেলায় মোট ৩ লাখ ৭১ হাজার ৪৫৮ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

বুধবার (১২ মার্চ) সকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. সৈয়দ মো: আমিরুল হক শামীম। তিনি বলেন, প্রতি ৬ মাস পরপর ভিটামিন-এ ক্যাম্পেইন আয়োজন করা হলেও গত ক্যাম্পেইনটি উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আয়োজন করা সম্ভব হয়নি। তবে আগামী ১৫ মার্চের ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্ব পালন করার পাশাপাশি শিশুর অভিভাবকদেরও ভিটামিন-এ খাওয়ানোর জন্য গুরুত্বসহকারে সচেতন করা হবে।

তিনি আরও জানান, ক্যাম্পেইনের কেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে এবং অধিকতর সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাদ্দাম উদ্দিন রাজঃ-নরসিংদী জেলা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments