প্রকাশ : ৭ মার্চ ২০২৫, ৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে মারামারি: তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল

প্রকাশ : ৭ মার্চ ২০২৫, ৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

👁 7 views

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ৫ মার্চ ঘটে যাওয়া মারামারির ঘটনায় ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে। ছাত্রদলের নেতা-কর্মীরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির গঠনের কথা জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহইয়া এবং সহসভাপতি জহির রায়হান আহমেদ সমন্বয়ে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুষ্ঠু তদন্ত শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ৫ মার্চ, বুধবার সন্ধ্যায়। ওই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বসুন্ধরা আবাসিক এলাকায় যান এবং কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর, প্রায় ১৫ জন তরুণ সারজিসকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং একপর্যায়ে হাতাহাতি হয়।

এ ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, মো. মুশতাক তাহমিদ, আহত হন। তিনি দাবি করেন যে, সাবেক ছাত্র ও ছাত্রদল নেতা আহমেদ শাকিল এবং তার সহযোগী মাসরুরের হামলায় তিনি আহত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে এবং ১৩টি সেলাই করা হয়েছে। মুশতাক তাহমিদ এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে থানায় মামলা গ্রহণ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার পরেই ভাটারা থানায় দুই পক্ষের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়, তবে পুলিশ কোনো পক্ষের অভিযোগকেই মামলা হিসেবে গ্রহণ করেনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments