হলিউড ও বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া জীবনে নেতিবাচকতা থেকে নিজেকে অনেক দূরে রেখেছেন, এমনটাই জানিয়েছেন তাঁর মা মধু চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু বলেন, ‘প্রিয়াঙ্কা তাঁর বাবা, প্রয়াত ড. অশোক চোপড়ার কাছ থেকে শেখা স্বভাব অনুসরণ করে, যেখানে নেতিবাচক বিষয়গুলোর কোনো স্থান নেই।’
মধু আরো জানান, প্রিয়াঙ্কা খুবই সতর্ক থাকে তার জীবনে কোন মানুষকে জায়গা দিতে হবে তা নিয়ে। ‘যে কেউ তাকে অপছন্দ করলে, সে সেই মানুষটিকে সহজেই জীবন থেকে বাদ দিয়ে দেয়,’ বললেন তিনি। একবার এমন ঘটনার উদাহরণও দেন, যেখানে প্রিয়াঙ্কা তার এক সম্পর্ককে ত্যাগ করেছিলেন, যা তার জন্য জরুরি ছিল।
প্রিয়াঙ্কা নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় পরপর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তার সত্যিকারের প্রয়োজন ছিল নিজেকে সেরে ওঠার।