প্রকাশ : ৬ মার্চ ২০২৫, ১২:৫৮ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

পাকিস্তান থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি সিবি

প্রকাশ : ৬ মার্চ ২০২৫, ১২:৫৮ এএম

অনলাইন সংস্করণ

👁 23 views

পাকিস্তানের কাসিম বন্দর থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। বুধবার (৫ মার্চ) জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে নোঙর করেছে। জাহাজটির নাম এমভি সিবি।

৫০ হাজার টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম চালান এসেছে

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ের চুক্তির (জিটুজি) ভিত্তিতে বাংলাদেশে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এর প্রথম চালান হিসেবে এমভি সিবি জাহাজে ২৬ হাজার ২৫০ টন চাল এসেছে। বাকী চালানও দ্রুত দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

শিপিং ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য দীর্ঘদিন ধরেই চলছে। তবে গত দেড় দশকের মধ্যে প্রথমবারের মতো সরকারি চুক্তির আওতায় পাকিস্তান থেকে চাল আমদানি করা হলো। যদিও বেসরকারি পর্যায়ে পাকিস্তান থেকে নিয়মিত চাল আমদানি হয়ে থাকে। সম্প্রতি দুই দেশের মধ্যে সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে, যা বাণিজ্য কার্যক্রম আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানিয়েছেন, জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে সিসিটি-১ জেটিতে ভিড়েছে। প্রয়োজনীয় পরীক্ষার জন্য চালের নমুনা সংগ্রহ করা হবে। পরীক্ষার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চাল খালাস শুরু হবে। প্রথম চালান আসার পর বাকি চালানগুলোও দ্রুত দেশে পৌঁছানোর কথা রয়েছে। সরকারি পর্যায়ের এই আমদানির ফলে খাদ্যশস্যের মজুত আরও বৃদ্ধি পাবে এবং দেশের বাজারে চালের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments