তিন বছরের বেশি সময় পর, প্রেমের নতুন অধ্যায়ে ফিরলেন তমা মির্জা ও রায়হান রাফী। রায়হান রাফীর জন্মদিনে প্রথম প্রহরে কেক কাটার সময় মা ও চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে ছিলেন তিনি। এরপর, দিনশেষে রাফীর জন্য তমা আয়োজন করেন জমকালো পার্টি, যেখানে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠজনেরা। প্রেমের গুঞ্জন আরও জোরালো, তবে সূত্র জানাচ্ছে, সম্পর্কের মাঝে কিছুদিনের অবনতি হলেও এখন আবার তারা প্রেমের মধ্যেই।
শিগগিরই তাদের একসঙ্গে নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তি পাচ্ছে, যেখানে সত্য ঘটনা অবলম্বনে তমা মির্জার অভিনয় প্রশংসিত হচ্ছে। পাশাপাশি, ঈদে রিলিজ পাবে ‘দাগি’, পরিচালনা করেছেন শিহাব শাহীন।