বরিশাল প্রতিনিধীঃ- বরিশাল নগরের ধান গবেষণা রোডে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. সুজন (২৫) নামক এক যুবকের পিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন শনিবার সন্ধ্যায় সুজনকে আটক করে বেধড়ক পিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা আজ কোতোয়ালি থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বেলা দেড়টার দিকে শিশুকে কাজে পাঠানোর পর সুজন নির্জনে শিশুটিকে আটকে ধর্ষণ চেষ্টা চালান। শিশুটি চিৎকার করলে সুজন পালিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশ বিষয়টি জানার পর তদন্তে নামে এবং স্থানীয়রা সুজনকে আটক করে। উত্তেজিত জনতাও তাকে পিটুনি দেয়, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। রাত আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু ঘটে। নিহত সুজনের পরিবারের সদস্যরা দাবি করেছেন, ধর্ষণচেষ্টার অভিযোগ মিথ্যা। তারা বলেন, সুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুজনের ছোট ভাই মো. আকাশ জানান, কিছুদিন আগে এক মাদক ব্যবসায়ীর চক্র সুজনকে মারধর করে এবং তাদের সঙ্গে কাজ করতে, না হলে হত্যার হুমকি দেয়।
এদিকে হাসপাতালের কর্মরত পুলিশ কর্মকর্তারা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির বাবার অভিযোগের বিচার শুরু হবে এবং পিটুনিতে মৃত্যু হওয়া পর্যায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছেন। স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ এবং উত্তেজনা বেড়েছে, তারা দ্রুত প্রতিবিধানের দাবি জানিয়েছেন।