প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

👁 11 views

ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভি।

বান্দ্রা থানায় ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

সাইফ আলী খান সপরিবারে নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন। তারা গত সপ্তাহে মুম্বাই ফিরে এসেছেন। তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় জুনিয়র এনটিআর, জানভি কাপুর, প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো ও নারায়ণের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments