রাজশাহীতে আজ শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে। সংস্কারের চলমান ধারা অব্যাহত থাকবে, যাতে কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে।”
তিনি বলেন, “এখনও ৯ থেকে ১০ মাস সময় আছে, তাহলে নির্বাচন করা কেন কঠিন? নির্বাচনের জন্য গড়িমসি কেন?” রিজভী আরও বলেন, সরকারের আচরণ আইনের ভিত্তিতে হওয়া উচিত এবং তিনি সরকারকে দেশের মানুষের সঙ্গে ন্যায়সংগত আচরণ করার আহ্বান জানান।
ভারতকে সমালোচনা করে রিজভী বলেন, “ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছে?” তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ স্বাধীন দেশ, এর সরকারের বিষয়ে অন্য দেশগুলো আলোচনা করার অধিকার পায়নি।”
রিজভী আরও বলেন, “শেখ হাসিনা লুটেরা ও দস্যু দলের সর্দারনি ছিলেন, তিনি ফ্যাসিবাদী আইন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু দেশপ্রেম শেখেননি। তাঁর আমলে কোনো আইন ও বিচার কার্যকর ছিল না, সবই ছিল শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভরশীল।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’–এর সভাপতি আতিকুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী প্রমুখ।