প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০০ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০০ পিএম

অনলাইন সংস্করণ

👁 4 views

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে বৈঠকটি শেষ হয়।

বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।

বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments