বিদেশ পালানোর সময় পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কলিট তালুকদার,পাবনা প্রতিনিধি ।
বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের এলোপাতাড়ি গুলিবর্ষণে জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় নামের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সীমান্ত।
বৃহস্পতিবার যে কোন সময় সে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করবে। এমন সংবাদ পুলিশের কাছে ছিল। পুলিশ বিষয়টি বিমানবন্দর কতৃপক্ষকে জানালে বিমানবন্দর পুলিশ বৃহস্পতিবার দুপুরে দেশ ত্যাগের চেষ্ঠাকালে মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুস সালাম আরো জানান সীমান্তকে পাবনায় এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।