প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১১ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ভয়ংকর পরিণতি! স্বামীকে খুন করে গলায় ফাঁস দিলেন স্ত্রী, লাশের পাশে চিরকুটে লিপিবদ্ধ করলেন ‘শেষ বার্তা’

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১১ পিএম

অনলাইন সংস্করণ

👁 6 views

মেহেজাদ রেজা ঃ

সাতক্ষীরার বোয়ালিয়া গ্রামে ঘটেছে গা শিউরে ওঠা এক ট্র্যাজেডিস্বামীকে হত্যার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক নারী! বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে

“স্যরি জান, আই লাভ ইউ”—স্বামীর বুকে লিখে দিলেন স্ত্রীর শেষ বার্তা!

নিহতরা হলেন—আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ সাতক্ষীরার কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের দাবি, দ্বিতীয় স্ত্রী নাজমিন তার স্বামীকে একসঙ্গে বসবাসের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রথম স্ত্রী শারমিন তা মানতে রাজি হননি। আর সেই ক্ষোভ থেকেই এই রক্তাক্ত পরিণতি!

স্বামী হত্যার পর চিরকুটে স্ত্রীর হৃদয়বিদারক স্বীকারোক্তি!

পুলিশ তাদের মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল—

“আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।”

একটা ভালোবাসার গল্প, যা শেষ হলো মৃত্যুর মধ্য দিয়ে!

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়ওসি শামিনুল হক জানান, “ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এমন মর্মান্তিক ঘটনা সমাজে ভালোবাসা, সম্পর্ক এবং সহিংসতার এক গভীর প্রশ্ন রেখে যায়একটি সম্পর্কের শেষ কি এমনই হওয়ার কথা ছিল?

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments