প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

👁 6 views

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট— এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার (হাসিনার) নির্দেশেই গণহত্যা হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে— এমন প্রত্যাশা করে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, তারা সঠিকভাবে বলেছেন, একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে, তার নির্দেশে হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, যা কিছু হয়েছে, সব তার নির্দেশে এখানে হয়েছে। তার নির্দেশেই গণতন্ত্র ধ্বংস, ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি প্রমাণিত যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। এখান থেকে আমরা বলছি, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিএনপি স্বস্তি প্রকাশ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। যা-ই হোক আমি জাতিসংঘের পর্যবেক্ষণ যে টিম এসেছিল তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল জাজিরায়- আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন কিন্তু ওই সরকার পুরোপুরি ডিনাই করে। তারা বলে যে এ ধরনের কিছু নেই। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির মত কী, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা তো আমরা পরিষ্কার করে বলেছি যে, জনগণ উইল ডিসাইড।

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments