ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁর এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়ে শ্রেয়া ঘোষাল তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন।
শ্রেয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, “গত ১৩ ফেব্রুয়ারি থেকে আমার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে পড়ে রয়েছে। এক্স-এর টিমের সঙ্গে যোগাযোগ করার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু পাইনি।”
শ্রেয়া আরও জানান, “আমার অ্যাকাউন্ট থেকে যদি কোনো লিঙ্ক বা মেসেজ আসে, দয়া করে কেউ ক্লিক করবেন না। এটি বড় বিপদে ফেলতে পারে।” তিনি জানান, অ্যাকাউন্টটি ফিরিয়ে পেলে নিজেই সবাইকে জানাবেন।
এ ঘটনার পর ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষত একজন জনপ্রিয় তারকার সঙ্গে এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষও বড় ধরনের সাইবার বিপদে পড়তে পারে.