দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রথমবারের মতো একটি রাষ্ট্রীয় সফরে ভারত এসেছেন। মঙ্গলবার তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, দিল্লি পৌঁছানোর পরপরই যুবরাজ শেখ হামদান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হয়।
সফরের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন তিনি। পাশাপাশি, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
দিল্লি বিমানবন্দরে শেখ হামদানকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। ভারতের প্রতিমন্ত্রী সুরেশ গোপী তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তার সম্মানে বিমানবন্দরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।
দুবাইয়ের যুবরাজের এই দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে আগামী ৯ এপ্রিল।