একজন ওসি—যিনি কিনা আইন রক্ষক, এখন তিনি নিজেই আইনের আসামি! ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতেই তাকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গাজীপুরে ছাত্র হৃদয় হত্যা মামলার আসামি ছিলেন তিনি!
গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যা মামলায় শফিকুল ইসলামের নাম উঠে আসে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিস্ময়ে ফরিদপুর পুলিশ! “আমরাও জানতাম না!”
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, বৃহস্পতিবার রাতে তারা বিষয়টি জানতে পারেন। তবে তিনি বলেন, “মামলাটি কোন থানায় করা হয়েছে, সে সম্পর্কে এখনো আমরা নিশ্চিত নই। তবে পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি গাজীপুর ডিবির সাবেক পরিদর্শক ছিলেন। সেহেতু মামলা গাজীপুরের কোনো থানায় দায়ের হয়ে থাকতে পারে।”
পুলিশ থেকে পুলিশি হেফাজতে! শফিকুল ইসলামের কর্মজীবন
ভাঙ্গা থানায় যোগদানের আগে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ছিলেন শফিকুল ইসলাম। পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবিতে বদলি হন এবং পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু অবশেষে তার অপরাধই তাকে আইনের হাতে তুলে দিল!
একজন আইন রক্ষক থেকে আসামি—এটাই কি আমাদের সমাজের চিত্র?
শফিকুল ইসলামের গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষ প্রশ্ন তুলছে—আইন যখন নিজ হাতে নষ্ট হয়ে যায়, তখন ন্যায়বিচারের আশা কার কাছে করা যায়? আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে লুকিয়ে থাকা অপরাধীরা কি ধরা পড়বে? নাকি এটি আরেকটি বিস্মৃত অধ্যায় হয়ে থাকবে? সময়ই দেবে সেই উত্তর!