আজ শুক্রবার, রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর তাদের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে। বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকাগুলোতে পুলিশ, র্যাব, ও সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন জল কামান, এপিসি, এবং প্রিজন ভ্যান মোতায়েন করা হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার শাহরিয়ার আলী বলেছেন, বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকাকে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, এবং সেখানে হিযবুত তাহরীরের কর্মসূচি আয়োজনের কোনও সুযোগ নেই। তিনি আরও জানান যে, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে হিযবুত তাহরীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০), মাহমুদুল হাসান (২১)। রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামক সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।
ডিএমপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, হিযবুত তাহরীরসহ অন্যান্য নিষিদ্ধ সংগঠনসমূহের কোনো ধরনের সভা বা সমাবেশের আয়োজন করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।