বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ সুখবর! বিয়ের দুই বছর পরই আসছে নতুন অতিথি!
সুখবরটি জানিয়ে ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছেন এই জুটি। ছবিতে দেখা যাচ্ছে—সিদ্ধার্থ ও কিয়ারার হাতে রাখা ছোট্ট সাদা মোজা। ক্যাপশনে লেখা, “আমাদের জীবনের সেরা উপহার… শিগগির আসছে।”
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ার
সুখবর প্রকাশের পরই ভক্তদের পাশাপাশি বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভাসাচ্ছেন হবু মা-বাবাকে। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কোরেশি, রিয়া কাপুরসহ অনেকে ভালোবাসা জানিয়েছেন এই দম্পতিকে।
গুঞ্জন থেকে বাস্তবে—সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের গল্পে নতুন অধ্যায়!
২০২৩ সালে জয়পুরে রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে। এরপর বহুবার কিয়ারার মা হওয়ার গুঞ্জন ছড়ালেও, এবার সত্যিই আসছে নতুন অতিথি!
একটি পুরনো সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন—
“সিদ্ধার্থের সঙ্গে থাকলে মনে হয়, আমি আমার নিজ বাড়িতেই আছি। যে ভালোবাসা ছোটবেলা থেকে পেয়ে এসেছি, ঠিক সেই একই ভালোবাসা পাই ওর কাছ থেকেও।”