মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে দলটির সর্বস্থরের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১০ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তাপুরের সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে নবনির্বাচিত জেলা বিএনপি সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন। এতে করে মুক্তারপুরের উৎসবের আমেজ সৃষ্টি হয়।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। সদর উপজেলার বিএনপি যুগ্ম-সম্পাদক মোঃ আওলাদ মোল্লার নেতৃত্বে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জাকির সরকার, বিএনপি নেতা আবু সুফিয়ান, জান শরিফ মোল্লা, জিয়াউর রহমান, বোরহান মীর, সালাউদ্দিন কাজি, বাবু মাঝি, ইব্রাহিম মল্লিক, মিল্টন মল্লিক, আবু কালাম, নজরুল ঢালী, ফাতেমা খাতুন প্রমুখ।