প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জ সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন আদালতের বিচারকগণ

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

👁 5 views

মুন্সীগঞ্জ সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন আদালতের বিচারকগণ।


মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দ্বিতীয়বারের মতো মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে পূজা অর্চনা করা হয়।
বিকেল তিনটার দিকে সমিতির পূজা মন্ডপ পরিদর্শন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট প্রদীপ পাল, অ্যাডভোকেট সুমন বিশ্বাস, অ্যাডভোকেট দেবদাস মন্ডল দিপু ও এডভোকেট তন্ময় চক্রবর্তীর পূজাটির সার্বিক দায়িত্ব পালন করেন। পূজার সময়সূচী রোববার রাত বারোটার পর থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত। এ সময়ের মধ্যে সকল পূজা মন্ডপের পূজার্চনা সম্পন্ন করেন।

সমিতির সনাতন ধর্মের সদস্যরা এ পূজাটি গত বছর থেকে শুরু করে এবারও শান্তিপূর্ণভাবে দিনটি পালন করা হয়েছে।

পূজা মন্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মোঃ আলমগীর, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার শৈবাল বসাক, আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন সহ আদালতের অন্যান্য বিচারকগণ ও আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

এ ব্যাপারে জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বলেন, গত বছর থেকে সমিতিতে সরস্বতী পূজা শুরু করেছে। এবারও সমিতির সনাতনী সদস্যরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুব সুন্দর ভাবেই পূজাটি উদযাপন করেছ। তিনি আরো বলেন, আশা করি আগামী বছরও একই ভাবে সরস্বতী পূজার আয়োজন করা হবে। তার সাথে সাথে জেলাবাসী সকলকে বিদ্যা দেবী সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

পূজা মন্ডপের সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, এ্যাডভোকেট স্মৃতি রানী দাস। পূজারচনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments