প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২:৪১ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

লাকি আক্তারের বিচারের দাবিতে জবি ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২:৪১ এএম

অনলাইন সংস্করণ

👁 4 views

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চ। এ সময় মঞ্চের নেতারা লাকি আক্তারকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা ও তার গ্রেপ্তার দাবি করেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার আহ্বান জানান।

বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে শেষ হয়।

এ সময় সংগঠনটির সদস্য সচিব শান্তা আক্তার বলেন, ‘‘লাকি আক্তার বরাবরই দেশে অরাজকতা সৃষ্টি করেছে এবং বিভিন্ন সময়ে পুলিশের উপর হামলা চালিয়েছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার শাস্তি নিশ্চিত করতে হবে।’’

শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘‘২০১৩ সালে একদল দেশদ্রোহী বিচার ব্যবস্থাকে কলুষিত করে ভিন্ন মতের মানুষদের হত্যা করার বৈধতা দিয়েছিল। সেই উগ্রপন্থি রাষ্ট্রবিরোধীরা আবারও রাজপথে নেমে জুলাই আন্দোলনের শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে। তবে তারা ভুলে যাবে না যে এটি ২০১৩ নয়, এটি ২০২৫, নতুন বাংলাদেশের সময়। এখানে তাদের কিংবা তাদের পৃষ্ঠপোষকদের কোনো ঠাঁই নেই।’’

জবি ইনকিলাব মঞ্চের মিডিয়া সম্পাদক মাসুদ রানা বলেন, ‘‘২০১৩ সালে যেভাবে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল, এখনো সেই গণজাগরণ মঞ্চে চালিয়ে যাচ্ছে তারা। ফ্যাসিবাদের মদদদাতা এই গোষ্ঠীকে প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই বিপ্লবের যোদ্ধারা মরে যায়নি, দ্বিতীয়বার শাহবাগ উত্থান আমরা যেকোনো মূল্যে ঠেকাব।’’

এছাড়া, পুলিশের ওপর হামলা ও লাকি আক্তারের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের ২০১৫-১৭ সময়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments