অবিশ্বাস্য! নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে উদ্ধার করা হলো ২০ বছর বয়সী এক যুবকের মরদেহ। এই ঘটনাটি ঘটেছে নিখোঁজ হওয়ার দুই দিন পর, আর এখন প্রশ্ন উঠছে—কী ঘটেছিল ওই তরুণের সঙ্গে?
নিহত যুবকের নাম মো. নয়ন (২০), তিনি জামালপুর জেলার আবদুল হালিমের ছেলে। সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি এবং স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। তবে বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। পরিবারের লোকজন ছিলেন উৎকণ্ঠিত, খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া যায়নি।
আজ সকালে সিদ্ধিরগঞ্জ লেকে ভেসে ওঠা অজ্ঞাত এক মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নয়নের মামা আবদুল জলিল জানিয়েছেন, “মৃত্যুর আগে নয়নের মৃগীরোগ ছিল, কিন্তু কীভাবে তার মৃত্যু হলো, তা জানার জন্য আমাদের পরিবার ময়নাতদন্তের বিরোধিতা করলেও পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।”
তবে প্রশ্ন রয়ে গেছে: এক যুবক কীভাবে সেখান পৌঁছাল? মৃত্যু কি সত্যিই স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?