প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৬ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

শেখ হাসিনার বাসভবন যেন পরিত্যক্ত ‘পোড়াবাড়ি’

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৬ পিএম

অনলাইন সংস্করণ

👁 7 views

শেখ হাসিনার বাসভবন যেন পরিত্যক্ত ‘পোড়াবাড়ি’


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বর্তমানে এ বাড়িটি পরিত্যক্ত পোড়াবাড়িতে পরিণত হয়েছে।গত বুধবার রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার দেয়া আগুনে পুড়ে গেছে বাড়ির ভেতরের সব আসবাবপত্র। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালেও বাড়িটি দেখতে আসেন উৎসুক জনতা।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে বাড়ির কোনো আসবাবপত্র অবশিষ্ট না থাকলেও ভেতরের দরজা, জানালা, লোহার গ্রিলসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে একদল মানুষ। কেউ বা বস্তার ভরে কাধে করে জিনিসপত্র নিয়ে বাসায় যাচ্ছেন। তবে তাদের কেউই ছাত্র-জনতা নয় বলে জানান স্থানীয়রা। অবশিষ্ট আসবাব কুড়াতে ব্যস্ত কিছু মানুষ

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দেয়া হয়েছিলো। পরবর্তীতে এই বাড়ি থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতেন শেখ হাসিনা।

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পুরোপুরি খালি ছিলো সুধা সদন। এরপর বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। তারা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। পরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments