প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৯ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

শেষ হলো এক স্বর্ণযুগ! ওড়িয়া চলচ্চিত্রের কিংবদন্তি উত্তম মহান্তি আর নেই

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৯ পিএম

অনলাইন সংস্করণ

👁 4 views

শেষ হলো এক স্বর্ণযুগ! ওড়িয়া চলচ্চিত্রের কিংবদন্তি উত্তম মহান্তি আর নেই

ভারতের ওড়িশা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক উত্তম মহান্তি চিরবিদায় নিলেনদীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিল্লির গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। সিরোসিস অফ লিভার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন এই বরেণ্য অভিনেতা।

ওড়িশার সিনেমায় নেমে এলো শোকের ছায়া!

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, “ওড়িশার চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। দর্শকমনে উত্তম মহান্তি চিরকাল বেঁচে থাকবেন।”

সিনেমার পর্দায় ‘চকোলেট বয়’, বাস্তবে এক যোদ্ধা!

১৯৫৮ সালে বারিপদায় জন্ম নেওয়া উত্তম মহান্তি ১৯৭৭ সালে ‘অভিমান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। প্রথম ছবিতেই দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। তার ‘চকোলেট বয়’ ইমেজ তাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে! এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

কত সিনেমায় যে মুগ্ধ করেছেন… 🎬

উত্তম মহান্তির অভিনীত কালজয়ী সিনেমাগুলোর তালিকা দীর্ঘ
‘নিঝুম রাতিরা সাথী’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘সাহারী বাঘাগে’, ‘মুতালাগা’, ‘রাহেনা’, ‘চাকা ভাউনারী’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘রজনীগন্ধা’—এই তালিকা যেন শেষই হয় না!

সঙ্গী ছিলেন দুই প্রিয় নায়িকা!

তিন দশকের ক্যারিয়ারে উত্তম মহান্তি অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে টলি অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়। এছাড়াও, স্ত্রী অপরাজিতা মহান্তির সঙ্গে তার অনস্ক্রিন রসায়নও ছিল দর্শকের প্রিয়!

শেষ মুহূর্তে বাবুসানের পাশে থাকার চেষ্টা… কিন্তু জীবন থেমে রইল না!

পুত্র বাবুসান মহান্তি জানিয়েছিলেন, ভুবনেশ্বরের এক হাসপাতালে প্রথমে ভর্তি করানো হলেও অবস্থার অবনতি হলে দিল্লিতে স্থানান্তর করা হয় উত্তম মহান্তিকে। অর্গান সাপোর্টে রাখা হয়েছিল তাকে, কিন্তু জীবনযুদ্ধে শেষরক্ষা হলো না!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments