প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৭ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

শ্রীনগরে বস্তাবন্দী লাশ উদ্ধার ।

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৭ পিএম

অনলাইন সংস্করণ

👁 7 views

শ্রীনগরে বস্তাবন্দী লাশ উদ্ধার ।


রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাও এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাও গ্রামের মিরাজ শেখের ছেলে ও জেলার শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখের বলে দাবি করেছেন স্থানীয়রা।  এদিকে লাশ পাওয়ার খবরে ওই পুকুর পাড়ে বাসিন্দা এবং রোমান শেখ অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো. সিয়াম ও মানিক শেখের ঘর ভাঙচুর ও বাড়ির ভাঙা অংশে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতারা। এক ভাই দু’বোনের মধ্যে রোমন শেখ সবার ছোট। সংসারের অভাবের কারণে রোমান পড়োশোনার পাশাপাশি অটোরিকশা চালাতো। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হবার পর থেকে নিখোঁজ ছিলেন রোমান।  এ ঘটনায় ২৬ জানুয়ারি রোমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে মো. সিয়াম (১৭),মানিক শেখ (১৭) ও রাসেলসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি মামলা করেন।
এ মামলায় ২৬ জানুয়ারি মানিক, সিয়ামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।  স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগরের বীরতারা ইউনিয়নের ছয়গাও গ্রামে মানিক ও সিয়ামের পাটাতন ঘরের নিচের পুকুর থেকে পঁচা দূর্গন্ধ ছড়াচ্ছিলো। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সমবেত হয়ে পুকুরের কচুরি পানা সরিয়ে গন্ধের উৎস খোঁজা শুরু করে। বেলা ১০টার দিকে আসামি সিয়ামের ঘরের নিচের কচুরি পানা সরাতেই সেখানে বস্তাবন্ধী লাশের মত কিছু দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে বেলা সোয়া ১ টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই লাশটি উদ্ধার করে নিয়ে যায়। লাশের বস্তায় ইট ও আরসিসি খুটির অংশ বেধে পুকুরে ফেলা হয়েছিল। তবে বস্তার মুখ না খোলায় লাশটি রোমান শেখের কিনা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে লাশটি রোমান শেখের দাবি করে সকালেই সমবেত উত্তেজিত জনতা মো. সিয়াম ও মানিক শেখের বাড়ি ভাঙচুর করে। ঘরে ভেতরের আসবাবপত্র ও বাড়ি ভাঙা অংশে অগ্নিসংযোগ করা হয়। রোমান শেখের সন্ধান চেয়ে বুধবার মানববন্ধন করে তার স্বজন, সহপাঠি ও স্থানীয়রা। ওই দিন মানববন্ধন শেষে বিক্ষুব্ধ সহপাঠী ও স্বজনেরা থানা ঘেরাও করে হামলা চালিয়েছেন। এ সময় সিরাজদিখান থানা ও থানা প্রাঙ্গণের পাশে অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয়, কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ. ন. ম ইমরান খান বলেন, বুধবার থানার ঘটনার পর থেকে আমরা নিখোঁজ স্কুলছাত্রের স্বজনসহ স্থানীয়দের বলেছিলাম যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়ির আশেপাশে যত ডোবা, পুকুর রয়েছে সেখানে আপনারা খোঁজ করেন। সে হিসেবে নিখোঁজদের স্বজনদের আজকে সিয়াম ও মানিকের বাড়ির পাশের পুকুরে খোঁজ চালায়। সেখানে বস্তাবন্দি অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায়। পরে আমাদেরকে খবর দেয়। লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রোমান শেখের কিনা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments