শ্রীমঙ্গলে ঘটে গেল এক অপ্রত্যাশিত ও ভয়াবহ ঘটনা! এক দিনে ৯টি ষাঁড় গরু মারা গেল, এবং এই হত্যাকাণ্ডের পেছনে একটি ভয়ঙ্কর রহস্য জড়িত। অভিযোগ উঠেছে, খামারের মালিকের গরুগুলোর খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে।
এটি ঘটেছে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগরের সুলেমান মিয়ার খামারে। খামারের মালিক সুলেমান মিয়া জানান, “কোরবানির ঈদ সামনে রেখে আত্মীয়-স্বজন থেকে ঋণ নিয়ে গরুগুলো লালন-পালন করছিলাম। কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে গরুগুলো একে একে অসুস্থ হতে থাকে এবং সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ৯টি গরু মারা যায়। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ ঘটনায় পুলিশ দুটি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রমজান মিয়া ও মনির মিয়া নামে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সুলেমান মিয়ার বাবা, মাসুক মিয়া জানিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে এলাকার সবজি ব্যবসায়ী রমজান মিয়ার বিরোধ ছিল, যা এই ঘটনার পেছনে প্রভাব ফেলেছে বলে তারা সন্দেহ করছেন।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে, এবং তদন্ত চলছে। তবে প্রশ্ন রয়ে গেছে—কীভাবে একটি খামারের ষাঁড় গরু এত পরিমাণে মৃত্যুর শিকার হলো? এবং এর পেছনে ঠিক কারা দায়ী?