প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪২ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিকান্দার’-এ রুদ্র মূর্তিতে ভাইজান সালমান: ‘বিচার চাইতে আসিনি, হিসাব মেটাতে এসেছি!’

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪২ পিএম

অনলাইন সংস্করণ

👁 20 views

বলিউডের জনপ্রিয় ভাইজান সালমান খান এবার হাজির হলেন রুদ্র মূর্তিতে! সিনেমার টিজারেই দোলনচিত্র তোলার মতো উপস্থিতি। ‘সিকান্দার’-এর দ্বিতীয় ঝলক দেখতেই যেন শত্রুদের ভয়াবহ পরিণতির পূর্বাভাস মিলছে। নতুন সংলাপের ঝলকে ভাইজান বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধু প্রতিশোধ নয়, হিসাব মেটাতে এসেছেন।

‘সিকান্দার’ সিনেমায় সালমানের চরিত্র সঞ্জয় শত্রুদের সঙ্গে কোনও ধরনের বোঝাপড়ায় যেতে রাজি নয়। তার ঠাকুমার দেওয়া নাম ‘সিকান্দার’। এই চরিত্রটির হিংস্র দিকটি আরও একবার উঠে এসেছে ছবির কুখ্যাত সংলাপে: ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’ সালমানের গম্ভীর ও বিধ্বংসী ভূমিকা একদম মুগ্ধ করেছে দর্শকদের!

এবার ছবিতে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা সালমানের সঙ্গে তার রসায়ন দেখবেন দর্শকরা। তবে কি, এর মধ্যে লরেন্স বিষ্ণোইয়ের দিকে ইঙ্গিত? অনেকেই মনে করছেন, সালমানের সেই সংলাপ ‘শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে…’ একেবারে লরেন্স বিষ্ণোই ও তার কৃষ্ণসার হত্যা মামলার রেশে ইঙ্গিত দিয়ে লেখা। এছাড়া, মুখোশধারী শত্রুর মাথায় হরিণের শিংও যেন এক গভীর প্রতীকী বার্তা!

আরও রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিলেন চরিত্রে সত্যরাজ এবং কাজল আগরওয়াল, সুনীল শেঠি, শরমন যোশীসহ আরও একাধিক চমক।

বছরব্যাপী ‘টাইগার ৩’-এর পর ‘সিকান্দার’ নিয়ে আবারও উত্তেজিত তার ভক্তরা। এই ঈদে ভাইজানের দুর্ধর্ষ প্রতিশোধ আরও বেশি প্রভাব ফেলবে বলেই ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

আরও একবার কি ভাইজান শত্রুদের খতম করতে প্রস্তুত? আসছে সিকান্দার, প্রতিশোধের দাবিতে!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments