সিরাজদিখানে আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা জুড়ে আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক।মুন্সীগঞ্জ দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী এলাকাএ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। উপজেলা কৃষি অফিস থেকেও সার্বক্ষণিক দেওয়া হচ্ছে কৃষকদের পরামর্শ।গত বছর আলু চাষ হয়েছে ৮৭৫৫ হেক্টর জমি এবছর বেড়ে হয়েছে ৮৮৯০ হেক্টর জমিতে আলু চাষ।এবার জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় আগাম আলু চাষ করতে কৃষকদের সমস্যা দেখা দেয়।
গত দুই মৌসুমে আলুর ভালো ফলন ও আলু চাষে লাভবান হওয়ায় সিরাজদিখানে কৃষকরা এবার উৎসাহ নিয়ে আলু চাষ করছেন।আলু রোপনের পর তা পরিপূর্ণ হয়ে উঠতে সময় লাগে তিন মাস।এবছর আলু উত্তোলন শুরু হবে মার্চ মাসে। বর্তমান বাজারে আলুর চড়া দাম। বীজ আলু কাটার পর অবশিষ্ট কাটা আলু ব্যবসায়ীরা বাড়িতে গিয়েই ১০-১৫ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন।
উপজেলার কংশপুরা গ্রামের কৃষক কোরবান আলী জানান , গত বছর আলু রোপন করে ভাল দামে বিক্রয় করেছি। তাই এ বছর ১০ বিঘা জমিতে আলু রোপন করেছি। আসা করছি ভাল পরিচর্যা করলে ফলন ও ভাল পাব।
উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র জানান,উপজেলার কৃষকরা প্রতি বছরের ন্যায় এবারও আলু চাষ করেছে এটি একটি লাভজনক ফসল তাই কৃষকর আলুর আবাদ করে থাকে।গত বছর আলু চাষ হয়েছে ৮৭৫৫ হেক্টর জমিতে এবছর বেড়ে হয়েছে ৮৮৯০ হেক্টর জমিতে আলু চাষ।এবছর আবহাওয়া ভালো থাকায় আলুতে কোন রোগ হয়নি।তবে কিছু কিছু জমিতে প্রাথমিকভাবে রোগ দেখা দিয়েছে আমাদের ইউনিয়ন পর্যায়ের উপসহকারী অফিসারবৃন্দ সার্বক্ষনিক প্রতিটা ব্লকে ব্লকে গিয়ে কৃষকদের সাইমোক্সানিল গ্রুপের সাথে কার্বেন্ডাজিম মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছে। যাতে করে কৃষকদের ফলনে কোন ক্ষতিগ্রস্ত না হয়। আশা রাখছি এবছর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হবে।