সিরাজদিখানে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রুবেল ইসলাম তাহমিদ, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী রাহিমুল করিম, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান দেওয়ান, কোলা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রমজান আলী খান, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, কোলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব শেখ, কোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, কোলা ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য রুমান শেখ, কোলা ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য মুজিবুর শেখসহ বিভিন্ন ওয়ার্ড সদস্য ও বিভিন্ন পেশার নারী-পুরুষ। গ্রাম আদালতের কর্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।